একুয়ারিয়াম মাছের রাজা গোল্ডফিশ - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

Wednesday, April 18, 2018

একুয়ারিয়াম মাছের রাজা গোল্ডফিশ

DAILY BLOG BANGLA


একুয়ারিয়াম মাছের রাজা গোল্ডফিশ।একুয়ারিয়াম ফিশ হিসাবে আজ অবধি সবচেয়ে জনপ্রিয় গোল্ডফিশ। যে কোনো একুরিয়ামের সৌন্দর্য যেমন গোল্ড ফিশের উপস্থিতি তেমনি এই মাছ প্রতিপালন ও অনেকটাই সহজ। চলুন দেখেনেই কয়েকটি গোল্ড ফিশ ভ্যারাইটি।

১. কমন গোল্ডফিশ : এই প্রজাতির গোল্ডফিশ প্রায় সব একুয়ারিয়ামে দেখা যায়। বিভিন্ন রঙে পাওয়ায় যেমন: অরেঞ্জ/গোল্ডেন ইয়েলো , লাল, সাদা , কালো ইত্যাদি।
goldfish
কমন গোল্ডফিশ 

২. টেলিস্কোপ গোল্ডফিশ: অক্ষি কোটর হতে বের হয়ে আসা চোখ এই ধরণের গোল্ডফিশের প্রধান বৈশিষ্ট। টেলিস্কোপ গোল্ডফিশের আবার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে যেমন : ব্ল্যাক টেলিস্কোপ, হোয়াইট টেলিস্কোপ, পান্ডা টেলিস্কোপ ইত্যাদি
welon-teleskop-czarno-zloty-wejherowo-11159838
টেলিস্কোপ গোল্ডফিশ 

৩. ফ্যান টেইল গোল্ডফিশ : এগুলো লম্বা পাখনা এবং লেজওয়ালা গোল্ডফিশ। এর কিছু ভেরিয়েন্ট যেমন: ভেইল টেইল, বাটারফ্লাই টেইল।
53a58a88f23e258ace90d9bb5ba89fbe
ফ্যান টেইল গোল্ডফিশ 
৪. হুডেড গোল্ডফিশ : নাম শুনেই বোঝা যাচ্ছে, এই গোল্ডফিশগুলোতে মাথার উপর হুড সদৃশ একটি বর্ধিত অঙ্গ থাকে। কয়েক ধরণের হুডেড গোল্ডফিশ যেমন: ওরান্ডা, রানচু , লায়নচু খুবই জনপ্রিয়।

Red-Cap-Oranda-Aquadeal-UK-620x300w
ওরান্ডা গোল্ডফিশ 




No comments:

Post a Comment

Post Top Ad