একুয়ারিয়াম মাছের রাজা গোল্ডফিশ।একুয়ারিয়াম ফিশ হিসাবে আজ অবধি সবচেয়ে জনপ্রিয় গোল্ডফিশ। যে কোনো একুরিয়ামের সৌন্দর্য যেমন গোল্ড ফিশের উপস্থিতি তেমনি এই মাছ প্রতিপালন ও অনেকটাই সহজ। চলুন দেখেনেই কয়েকটি গোল্ড ফিশ ভ্যারাইটি।
১. কমন গোল্ডফিশ : এই প্রজাতির গোল্ডফিশ প্রায় সব একুয়ারিয়ামে দেখা যায়। বিভিন্ন রঙে পাওয়ায় যেমন: অরেঞ্জ/গোল্ডেন ইয়েলো , লাল, সাদা , কালো ইত্যাদি।
কমন গোল্ডফিশ |
২. টেলিস্কোপ গোল্ডফিশ: অক্ষি কোটর হতে বের হয়ে আসা চোখ এই ধরণের গোল্ডফিশের প্রধান বৈশিষ্ট। টেলিস্কোপ গোল্ডফিশের আবার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে যেমন : ব্ল্যাক টেলিস্কোপ, হোয়াইট টেলিস্কোপ, পান্ডা টেলিস্কোপ ইত্যাদি
টেলিস্কোপ গোল্ডফিশ |
৩. ফ্যান টেইল গোল্ডফিশ : এগুলো লম্বা পাখনা এবং লেজওয়ালা গোল্ডফিশ। এর কিছু ভেরিয়েন্ট যেমন: ভেইল টেইল, বাটারফ্লাই টেইল।
ফ্যান টেইল গোল্ডফিশ |
ওরান্ডা গোল্ডফিশ |
No comments:
Post a Comment