মেকানিক্যাল, ইলেক্ট্রিকাল ও প্লাম্বিং ডিজাইন :
মেকানিক্যাল , ইলেক্ট্রিকাল এবং প্লাম্বিং যে কোনো স্থাপনার একটি অত্যাবশকীয় ইঞ্জিনিয়ারিং। যে কোনো স্থাপনা সেটা হোক রেসিডেন্সিয়াল , কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল , আর্কিটেকচারাল এবং সিভিল ডিজাইনের সাথে সাথে ইউটিলিটি হিসাবে মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইন করতে হয়।
মেকানিকাল অংশে প্রধানত HVAC, পানি সরবরাহ এবং নিষ্কাশন , লাইটিং, এয়ার লাইন(ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রে ) , ফায়ার ফাইটিং , লিফ্ট ইত্যাদি নিয়ে কাজ করা হয়।
অন্য দিকে ইলেক্ট্রিকাল অংশে ইলেক্ট্রিক লাইন এবং ইলেক্ট্রিকাল পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করা হয়।
বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এম.ই.পি. ডিজাইন করে থাকে।এ ছাড়াও অনেকে ব্যাক্তিগত পর্যায়ে এম.ই.পি. ডিজাইন করে থাকেন। তবে আপনি চাইলেই ক্যারিয়ার হিসাবে এম.ই.পি. ডিজাইন বেছে নিতে পারবেন না। কারণ এই ফিল্ডে কাজ পেতে হলে অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাই ভালো হবে যদি আপনি কোনো অভিজ্ঞ ডিজাইনারের সাথে কাজ করার সুযোগ পান।
মেকানিক্যাল , ইলেক্ট্রিকাল এবং প্লাম্বিং যে কোনো স্থাপনার একটি অত্যাবশকীয় ইঞ্জিনিয়ারিং। যে কোনো স্থাপনা সেটা হোক রেসিডেন্সিয়াল , কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল , আর্কিটেকচারাল এবং সিভিল ডিজাইনের সাথে সাথে ইউটিলিটি হিসাবে মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইন করতে হয়।

