ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন ; কী ভাবে শুরু করবেন । - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Monday, May 29, 2017

ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন ; কী ভাবে শুরু করবেন ।



কনসেপ্ট জেনারেশন:
কনসেপ্ট জেনারেশনের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ব্রেইনস্টর্মিং করা। আপনি একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে ভাবতে পারেন।অথবা এটা হতে পারে একেবারে আনকোরা কোনো আইডিয়া।
 যখনি কোনো কনসেপ্ট আপনার মাথায় আসবে দ্রুত তা লিখে বা ছবি এঁকে রাখুন। সম্ভাব্য সমাধানগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধানগুলো নিয়ে এগিয়ে যান। 


ত্রিমাত্রিক মডেল :

আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করে থাকেন সে ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট কনসেপ্ট ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে।  এর জন্য আপনাকে প্রোডাক্টের ত্রিমাত্রিক বা 3D ডিজিটাল মডেল তৈরী করতে হবে। এবং অবশ্যই যথাযথ ডকুমেন্টেশন করতে হবে।



ক্লে মডেলিং বা 3D প্রিন্টিং:

যে কোনো  প্রোডাক্ট হাতে স্পর্শ করে বা বাস্তবে দেখতে কেমন হবে তা উপলব্ধি করতে হলে শুধুমাত্র ডিজিটাল মডেল দিয়ে হবে না , এর জন্য তৈরী করতে হবে ক্লে মডেল। তবে অন্য উপাদান যেমন স্টাইরোফোম বা কাঠ বা প্লাষ্টিক ব্যবহার করেও মডেল তৈরী করা যেতে পারে। তবে বর্তমানে এই কাজে 3D প্রিন্টার ব্যবহার করা যায়।   






কার্যকর প্রোটোটাইপ : 
প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য শুধু মাত্র মডেল তৈরিই যথেষ্ট নয়। প্রোডাক্টটি যেভাবে ভাবা হয়েছে সেইভাৰ কাজ করে কোন তা পরীক্ষা করে দেখার জন্য কার্যকর প্রোটোটাইপ তৈরী করতে হবে। যদি এটা প্রমাণিত হয় যে প্রোটোটাইপ সঠিক ভাবে কাজ করছে সে ক্ষেত্রে প্রোডাক্টটি উৎপাদনের জন্য ডিজাইন করতে হবে।







ডিজাইন /ড্রয়িং :
প্রোডাক্ট উৎপাদনের উপযুক্ত বিবেচিত হলে এর উৎপাদন উপযোগী ড্রয়িং করা হয়।  সাধারণত 2D বা 3D CAD মডেল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হয়।






তথ্য সূত্র : DESIGN GRUE.
  

Post Top Ad

DAILY BLOG