ব্যাবসা পরিচালনা: আউটসোর্সিং - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Wednesday, May 31, 2017

ব্যাবসা পরিচালনা: আউটসোর্সিং



ব্যাবসা পরিচালনার ক্ষেত্রে অনেক কাজ আউটসোর্সিং করা যায়।এমন কয়েকটি কাজঃ 
১. আই টি সার্ভিসঃ আপনার প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সেবা, নেটওয়ার্কিং, প্রয়োজনীয় সফটওয়্যার, ডাটা এন্ট্রি, ওয়েবসাইট তৈরি এবং আপডেট রাখা, সাইবার সিকিউরিটি ইত্যাদি কর্মকান্ড অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নিতে পারেন।
২. লিগাল প্রসেসঃ আপনি আপনার প্রতিষ্ঠানের সকল আইনগত ইসু , বিভিন্ন রকম সরকারি অনুমোদন, বিভিন্ন রকম চুক্তির পর্যালোচনা ইত্যাদি কাজের জন্য ওপর কোনো প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন যারা শুধুমাত্র এই ধরণের কাজে নিয়োজিত।
৩. সাপ্লাই চেন বা সোর্সিংঃ সাপ্লাই চেন মানাজেমেন্টের বিভিন্ন পর্যায়ে যে সব দাপ্তরিক কাজ করতে হয় সেগুলো আপনি আউট সোর্স করতে পারেন।  এভাবে আপনি মালামাল সংগ্রহের  বিভিন্ন পর্যায়ের ঝামেলা এড়িয়ে মূল ব্যাবসায় মনোনিবেশ করতে পারেন।
৪. নলেজ বা টেকনিকাল সার্ভিসঃ প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন ধরণের টেকনিকাল কাজের দরকার হয় যা প্রতিষ্ঠানের মূল কাজের সাথে সম্পর্কিত নয়।সে সব ক্ষেত্রে নতুন লোক নিয়োগ না দিয়ে বরং আউট সোর্সিং করা লাভ জনক হয়।

Post Top Ad

DAILY BLOG