আগে সিনেমায় দেখাত নায়ক নায়িকার প্রথম প্রেম এখন দেখায় শেষ প্রেম।কিন্তু কেন এমন পরিবর্তন ?
আসলে সময়ের সাথে সমাজে যে পরিবর্তন আসছে তার প্রতিফলন সিনেমাতে দেখা যাচ্ছে।আগে প্রেম -ভালোবাসা যে দৃষ্টিতে দেখা হতো এখন আর সেভাবে দেখা হয়না। আগে যেখানে বিয়ের আগে প্রেম ছিল একরকম ট্যাবু সেখানে এটা এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হিসাবে মেনে নেয়া হয়।এখন বরং বিয়ের পরের সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়া হয়। ফলে প্রথম প্রেম নয় এখন শেষ প্রেমটাই গুরুত্বপূর্ন। এর এই মানসিকতার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে আমাদের সিনেমাতেও।

