এই গরমে আরামদায়ক পোশাক : টি-শার্ট - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Thursday, June 1, 2017

এই গরমে আরামদায়ক পোশাক : টি-শার্ট


t-shirt , tee shirt
টি-শার্ট 

টি-শার্ট , গ্রীষ্মের  সবচেয়ে আরামদায়ক পোশাক।ঢাকা শহরের ফুটপাথ থেকে  শুরু করে শপিংমল সব খানেই  টি-শার্ট পাওয়া যায়। ফ্যাশনের ক্ষেত্রেও কম যায়না এটি, বিশেষ করে বিভিন্ন গ্রাফিক্স বা লেখা প্রিন্ট করা টি-শার্ট তরুণদের কাছে খুবই জনপ্রিয়।

প্রতিদিনকার ব্যাবহারের জন্য সবচেয়ে আরামদায়ক  ১০০% কটন নিট কাপড়ের তৈরি টি-শার্ট।তবে পলিসটার এবং কটনের মিক্স করে তৈরি করা ফ্যাব্রিকের টি-শার্ট একইসাথে আরামদায়ক এবং দীর্ঘ দিন পরাও যায়।

টি-শার্ট কেনার জন্য সবচেয়ে ভাল যায়গা ঢাকার আজিজ সুপার মার্কেট। তবে এখন আপনি চাইলে অনলাইনেও টি-শার্ট কিনতে পারবেন । অনলাইন শপ যেমনঃ দারাজ বা আজকের ডিল এ টি-শার্টের বড় কালেকশন আছে। যেখান থেকে আপনি সহজেই কিনতে পারবেন পছন্দের টি-শার্ট ।

Post Top Ad

DAILY BLOG