চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭: বাংলাদেশ কি পারবে সেমিফাইনাল খেলতে ? - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Friday, June 2, 2017

চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭: বাংলাদেশ কি পারবে সেমিফাইনাল খেলতে ?



চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচে ৩০৫ রান করেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা সময় মতো জ্বলে উঠতে না পারায় মূলত এই হার।  তবে অনেক বিশ্লেষকের মতে স্বল্প সংখ্যক বোলার নিয়ে খেলতে নামা এই হারের প্রধান কারণ। বৃষ্টি বিঘ্নিত এই সিরিজে অনেকগুলো ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগামীকালকের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরো একবার জিততে পারলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল।

তথ্য সুত্রঃ J TIME

Post Top Ad

DAILY BLOG