আপনি কি নিজের জন্য বাড়ি নির্মাণের কথা ভাবছেন ? জেনে নিন আপনার করণীয়। - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Tuesday, April 17, 2018

আপনি কি নিজের জন্য বাড়ি নির্মাণের কথা ভাবছেন ? জেনে নিন আপনার করণীয়।


আপনি কি নিজের জন্য বাড়ি নির্মাণের কথা ভাবছেন ? জেনে নিন আপনার করণীয়।
আর্কিটেকচারাল ডিজাইন 

আর্কিটেক্ট দরকার, নাকি নাহলেও চলবে ?
আমাদের দেশে ৯৯% বাড়ী কোনো রকম আর্কিটেক্টের সহায়তা ছাড়াই নির্মিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির মালিক নানা ভাবে তার পছন্দসই একটা বাড়ির ডিজাইন সংগ্রহ করে (প্রধানতঃ কন্ট্রাক্টরদের কাছ থেকে )। এর পর সেই ডিজাইনে নিজের মনের মতো এদিক সেদিক করে শুরু করে বাড়ী নির্মাণ।এর কারণ মূলতঃ মানুষ বাড়ীর ডিজাইনের জন্য আর্কিটেক্টকে টাকা দিতে চায় না। আপনি প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন।


আর্কিটেক্টরা বাড়ীর ডিজাইন করার জন্য প্রোফেশনালি প্রশিক্ষিত ব্যাক্তি। একজন আর্কিটেক্টের ডিজাইন করা বাড়ি যেমন হতে পারে নান্দনিক দিক দিয়ে অনন্য তেমনি ব্যাবহারিক দিক দিয়েও যথাযথ।তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আর্চিটেক্টরা সাধারণত স্কয়ার ফুট হিসাবে চার্জ করে থাকে। এটা ৫ টাকা থেকে ২০ টাকা পার স্কয়ার ফুট পর্যন্ত হতে পারে।

আর্কিটেক্ট কি কি কাজ করবে ?
নির্ভর করবে আর্কিটেক্টের সাথে আপনার কি ধরণের চুক্তি হচ্ছে তার উপর। এত হতে পারে আর্কিটেকচারাল ডিজাইন অথবা কন্সট্রাকশন ডিজাইন। অথবা কমপ্লিট প্রজেক্ট।

আর্কিটেকচারাল ডিজাইন : আপনার নিয়োগকৃত আর্কিটেক্ট সাইট ভিজিট করে এবং আপনার সাথে পরামর্শ ক্রমে  আপনার বাড়ীর আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করবেন।এই ডিজাইনের উপর ভিত্তি করে কন্সট্রাকশন ডিজাইন করা হয়।

 কন্সট্রাকশন ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন: আর্কিটেকচারাল ডিজাইনের উপর ভিত্তি করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার  কন্সট্রাকশন ডিজাইন প্রস্তুত করেন। এর সাথে যুক্ত হবে মেকানিকাল, ইলেকট্রিকাল এবং প্লাম্বিং ডিজাইন। এ সব কাজ আপনি নিজস্ব উদ্যোগে করিয়ে নিতে পারেন অথবা আপনার আর্কিটেক্টকে দায়িত্ব দিয়ে দিতে পারেন।

কন্ট্রাক্টর নিয়োগ :
কন্সট্রাকশন ডিজাইন হাতে পাওয়ার পর আপনার কাজ হবে একজন কন্ট্রাক্টর নিয়োগ করা। সবচেয়ে ভালো বিডিংয়ের মাধ্যমে কয়েকজন কন্ট্রাক্টরের মধ্যে থেকে উপযুক্ত একজনকে বাছাই করা।

ইন্টেরিয়র ডিজাইন :
ইন্টেরিয়র ডিজাইন আপনি নিজেই করতে পারেন , এক্ষেত্রে ইন্টারনেট ঘেটে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইন দেখে নিতে পারেন। অথবা একজন প্রোফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্য নিতে পারেন।


  

No comments:

Post a Comment

Post Top Ad

DAILY BLOG