বাজেটের প্রভাবে যে সব জিনিষের দাম বাড়তে পারে :
ইন্ডাস্ট্রিয়াল পণ্য :সোলার প্যানেল।
ব্যাক্তিগত গ্যাজেট : আমদানিকৃত মোবাইল ফোন সেট ও মেমোরি কার্ড।
ব্যাক্তিগত পরিচর্যা : প্রসাধনী পণ্য।
খাদ্য ও অন্যান্য : সব ধরণের মসলা, ফাস্ট ফুড, তামাকজাত পণ্য।
সেবা খাত : ভ্রমণ কর।
বাজেটের প্রভাবে যে সব জিনিষের দাম কমতে পারে :
ইন্ডাস্ট্রিয়াল পণ্য (উৎপাদিত): স্থানীয়ভাবে তৈরি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলপিজি গ্যাস সিলিন্ডার, কম্পিউটারের কাঁচামাল,
বাজেটের প্রভাবে যে সব জিনিষের দাম কমতে পারে :
ইন্ডাস্ট্রিয়াল পণ্য (উৎপাদিত): স্থানীয়ভাবে তৈরি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলপিজি গ্যাস সিলিন্ডার, কম্পিউটারের কাঁচামাল,
ইন্ডাস্ট্রিয়াল পণ্য (সংযোজিত): স্থানীয়ভাবে সংযোজন করা মোটর সাইকেল ও মোবাইল ফোন সেট,
আমদানি পণ্য : হাইব্রিড মোটর গাড়ি।
কৃষি উপকরণ :সার, বীজ, কীটনাশক।
খাদ্য : লবণ, মাছ-মাংস, চাল, চিনি, পামওয়েল, সয়াবিন তেল, শাক-সবজি এবং ভুট্টা।


No comments:
Post a Comment