ঢাকায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশে নতুন জ্বর 'চিকুনগুনিয়া'।যদিও এই সংক্রমণ প্রাণঘাতী নয় তবে অস্থিসন্ধিতে প্রচন্ড ব্যাথা আর জ্বরে আক্রান্ত হয়ে এই রোগে রোগীকে অনেকদিন ভুগতে হয়।
![]() |
| চিকুনগুনিয়া ভাইরাস এবং এর বাহক এডিস মশা |
চিকুনগুনিয়া জ্বর দেহে চিকুনগুনিয়া ভাইরাসের সংক্রমণের কারণে হয়।ডেঙ্গু বা জিকার মতো এই ভাইরাসও এডিস প্রজাতির মশা দ্বারা মানবদেহে সংক্রামিত হয়।পঞ্চাশের দশকে আফ্রিকাতে প্রথম এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। পরবর্তীতে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ২০০৮ সালে প্রথম এই রোগের সংক্রমণ দেখা দেয়।
এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো টিকা বা প্রতিষেধক নাই।তবে আক্রান্ত হলে রোগীকে সাধারণ ব্যাথানাশক যেমন প্যারাসিটামল খাওয়াতে হবে।
চিকুনগুনিয়ার হাত থেকে বাঁচার একমাত্র উপায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা। যেটা সরকারি উদ্যোগেই করতে হবে।তাই সাবধান হওয়ার এখনই সময়।


No comments:
Post a Comment