আগে লেখকেরা বই লিখেতো আর প্রকাশকেরা সেই বই বিক্রি করে যে আয় হতো তা থেকে লেখকে রয়ালটি হিসাবে কিছু টাকা দিতো।বর্তমানে মানুষ বই পড়া অনেকটাই কমিয়ে দিয়েছে।তাই এই ভাবে যে কোনো লেখকের জন্য অর্থ আয় এখন অনেকটাই কঠিন। তবে বিকল্প উপায় আছে ,
যেমন আপনি যদি ভালো লেখক হয়ে থাকেন তাহলে যে কোনো জনপ্রিয় বিষয়ের উপর আর্টিকেল লিখুন , যে কোনো ব্লগে পোস্ট করুন।আপনার ব্লগটি যদি জনপ্রিয় হয়ে উঠে তাহলে আপনার লিখা আর্টিকেল এর জন্য স্পনসর খুজুন স্পনসর পেয়ে যেতে পারেন।এই ধরণের আর্টিকেলগুলোকে স্পন্সরড আর্টিকেল বলে। এগুলো পড়ে গ্রাহকরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে।
আপনার লেখা আর্টিকেলগুলো সংকলন আকারে অনলাইন মেগাজিন আকারে প্রকাশ করতে পারেন।
রেফারাল মার্কেটিং টুলস হিসাবে আর্টিকেল লিখতে পারেন।সে ক্ষেত্রে আপনার মাধ্যমে বিক্রিত পণ্যের বিপরীতে কমিশন হিসাবে অর্থ আয় করতে পারেন।
গুগল এডসেন্স ব্যবহার করে আর্টিকেল লিখে অর্থ আয় করতে পারেন। তবে এমন ভাবে আর্টিকেল লিখুন যাতে মানুষ তা পড়ে। শুধু মাত্র বিজ্ঞাপনের জন্য আর্টিকেল লিখা উচিত নয়।
তথ্য সুত্রঃ MONEY PLANT

