পোষা পাখি হিসাবে মুরগী - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Tuesday, May 30, 2017

পোষা পাখি হিসাবে মুরগী


মুরগির বাচ্চা :

হ্যাচারিগুলোতে ডিম্ ফুটে বের হওয়ার পর যে সব একদিনের বচ্চা নির্দিষ্ট মানের হয় না সেগুলো ফেলে দেয়া হয়।  আপনি চাইলে খুব কম দামে এই বচ্চাগুলো কিনতে পারেন এবং খুব সহজেই বাসায় পালতে পারেন।    

সবগুলো মারা যায় না :

যেহেতু এই বাচ্চাগুলো ফেলে দেয়া হয়েছে তাই আপনার মনে হতে পারে এইগুলো বাঁচবে না। এটা সত্যি যে এই বাচ্চাগুলোর অধিকাংশই আকারে ছোট, দুর্বল বা অসুস্থ কিন্তু ভালো যত্ন পেলে এগুলো ঠিকই বেঁচে থাকে।   

কিভাবে রাখবেন :

মনে রাখবেন মুরগির বাচ্চা জন্মের পর দেহে উত্তাপ তৈরী করতে পারেনা। তাই এদেরকে অন্তত ১৫ দিন সাধারণ তাপমাত্রার থেকে বেশি তাপে রাখতে হবে। যে কোনো পাখির খাঁচায় রেখে ফিলামেন্ট বালব জ্বালিয়ে তাপের ব্যবস্থা করতে পারেন অথবা প্লাস্টিকের বোতলে গরম পানি ভোরে খাঁচার ভেতর রেখে দিন, এতেও কাজ হবে।  

কি খাওয়াবেন:

মুরগির বাচ্চার জন্য বিশেষ পোল্ট্রি ফিড পাওয়া যায় , সম্ভব হলে বাজার থেকে কিনে আনুন।  আর যদি না পাওয়া যায় তাহলে নিজেই তা বানিয়ে নিতে পারেন। চাল , গম এবং ভুট্টা ব্লেন্ডার এ দিয়ে ছোট ছোট টুকরা করে নিন।এই খাবারের সাথে চাইলে সবজির টুকরা দিতে পারেন। পানির সাথে ভিটামিন B কমপ্লেক্স মিক্স করে দিন।    

কিভাবে সুস্থ রাখবেন:

মুরগির বাচ্চা বেশি হাতাহাতি করবেন না।  এর ফলে এগুলো অসুস্থ হয়ে যেতে পারে।ফার্মে মুরগির বাচ্চা ভ্যাকসিনেশন করা হয়ে থাকে। কিন্তু আপনার কাছে যেগুলো আছে সেগুলো ভ্যাক্সিনেশন করা হয় নি। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।  আপনার যদি অলরেডি অন্য কোনো মুরগি থাকে তাহলে বাচ্চাগুলো ওদের থেকে দূরে রাখুন। খুব অসুস্থ হলে টেরামাইসিন পানিতে মিক্স করে খাওয়াতে পারেন।   

তথ্য সুত্রঃ  MY TWO WHITE TITI





Post Top Ad

DAILY BLOG