বর্তমানে উচ্চ
শিক্ষিত চাকুরীজীবী লোকজন চাকুরী খোঁজার জন্য অনলাইন জব-সাইট গুলোর উপর অনেকটাই
নির্ভরশীল। একই সাথে চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলোও যোগ্য লোক খুঁজে নিতে এই
সাইটগুলোর উপর ভরসা রাখছে। তাই বলা যায় আমাদের প্রফেশনাল লাইফে জব-সাইটগুলো অতি
প্রয়োজনীয় একটি বিষয়। চলুন জেনে নিই কয়েকটি জনপ্রিয় জব-সাইট সম্পর্কেঃ
১। বিডি জবসঃ এটি
দেশের সবথেকে পুরানো এবং সবচেয়ে জনপ্রিয় জব-সাইট। এই সাইটের সিভি ব্যাংক সবথেকে
সমৃদ্ধ, তাই চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলোও জব সার্কুলার দেওয়ার ক্ষেত্রে বা সিভি
সার্চ করার জন্য প্রথমেই বেছে নেই বিডি জবসকে। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এই সাইট
থেকে খুব সহজেই খুঁজে পাবেন আপনার পছন্দসই চাকুরী এবং আপনার নিজস্ব একাউন্টের
মাধ্যমে চাকুরীর আবেদন করতে পারবেন। চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে কর্পোরেট
সম্পর্ক ভাল থাকায় এই সাইটে আপনার একটা আকাউন্ট আপনার চাকুরী পাওয়ার সম্ভাবনা
অনেকটাই বাড়িয়ে দিতে পারে।
এছাড়াও বিডি জবস
বিভিন্ন সময় নানা ধরনের প্রফেশনাল ট্রেনিং এবং সার্টিফিকেট কোর্স পরিচালনা করে
থাকে যা আপনার ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।
২। জবসবিডিঃ এটিও
দেশের অন্যতম পুরানো জব-সাইট। এটি আন্তর্জাতিক জব-সাইট জব স্ট্রীট এর সাথে যৌথভাবে
পরিচালিত হচ্ছে। এই সাইটে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক জব পোস্টিং হয়। তাই চাকুরী
খোঁজার জন্য জবসবিডি হতে পারে আপনার অন্যতম পছন্দ।
জবসবিডি সবসময়
নানা ধরনের প্রফেশনাল লার্নিং কোর্স আয়োজন করে থাকে যা আপনার ক্যারিয়ার গড়তে সহায়ক
হবে।
৩। চাকরীঃ এটি দৈনিক
প্রথমআলো পরিচালিত জব-সাইট। অপেক্ষাকৃত নতুন হলেও অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। এটি মুলতঃ
প্রথমআলো পত্রিকায় যে সকল চাকুরীর বিজ্ঞাপন ছাপা হয়েছে সেগুলোর অনলাইন সঙ্কলন। তাই
কষ্ট করে পুরানো পত্রিকা না ঘেঁটে এই সাইটে ঢুঁ মারলেই আপনি পেতে পারেন বেশ
কয়েকদিনের চাকুরীর বিজ্ঞাপন।
৪। বিডি জবসটুডেঃ এটি দেশের বিভিন্ন পত্রিকায় যে সকল চাকুরীর বিজ্ঞাপন ছাপা হয়েছে সেগুলোর
অনলাইন সঙ্কলন।“চাকুরীর বিজ্ঞপ্তি পত্রিকায় যেমন ওয়েবেও তেমন” এই স্লোগান কে সামনে
রেখে এই সাইটটি পরিচালিত হয়। যারা সরকারি চাকরী খুজচ্ছেন তাদের জন্য এটি একটি
আদর্শ সাইট কারন সকল সরকারি চাকরীর বিজ্ঞপ্তি পত্রিকাতে প্রকাশিত হয় এবং সবগুলো
বিজ্ঞাপন এখানে একসাথে পাবেন।


No comments:
Post a Comment