ফেসবুক জানাচ্ছে ভুয়া খবর বা গুজব চেনার দশটি উপায় - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Sunday, August 20, 2017

ফেসবুক জানাচ্ছে ভুয়া খবর বা গুজব চেনার দশটি উপায়

বর্তমান পৃথিবীতে ‘মাদক’ বা ‘সন্ত্রাস’ এর মতই ভয়াবহ একটা জিনিষ হল ‘ভুয়া খবর’।মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি পাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসার ঘটায় বর্তমানে ভুয়া খবর বা গুজব ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। মানুষ যে কোন খবরের সত্যতা বা যথার্থতা বিবেচনা না করেই সেগুল বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। তাহলে বুঝা যাচ্ছে যে, ভুয়া খবর সনাক্ত না করতে পারাটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়ার মুল কারন। তাহলে কি ভাবে ভুয়া খবর সনাক্ত করবেন? ফেসবুক জানাচ্ছে ভুয়া খবর সনাক্ত করার কয়েকটি উপায়ঃ

১। প্রথমেই শিরোনামের দিকে খেয়াল করুনঃ ভুয়া খবরের শিরনামে উৎকট ভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। সাধারনতঃ আশ্চর্যজনক ভাব প্রকাশের মাধ্যমে শিরোনাম শেষ করা হয়। শিরোনাম পড়ে আপনার কাছে যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে ধরে নিবেন সেটা সম্ভবত তাই।

২।ওয়েব ঠিকানা বা URL এর দিকে ভালভাবে খেয়াল করুনঃ জনপ্রিয় যে কোন সংবাদ উৎসের মত অনেকটা একই রকম ওয়েব ঠিকানা বা URL  ভুয়া খবরের প্রথম সতর্কতা নির্দেশ করে। বহু ভুয়া খবরের সাইট প্রথিস্টিত সংবাদ মাধ্যমের সাইটের ঠিকানা সামান্য এদিক সেদিক করে নিজেদের ঠিকানা হিসাবে চালিয়ে দেয়। পরিবেশিত সংবাদের ওয়েব সাইটে প্রবেশ করে সত্যতা যাচাই করুন।

৩। খবরের উৎস অনুসন্ধান করুনঃ যে উৎস হতে খবরটি প্রকাশিত হয়েছে তার অতীত রেকর্ড যাচাই করুন। যদি অতীতেও তারা সঠিক সংবাদ প্রকাশ করে থাকে কেবল মাত্র তাহলেই তাদের কথা বিশ্বাস করুন অন্যথায় নয়। যদি সংবাদটি কোন অপরিচিত মাধ্যম থেকে আশে তাহলে তাদের সম্পর্কে ভালভাবে খোঁজ করুন।

৪। খবরের লিখার ধরন চেক করুনঃ ভুয়া খবরের লিখার ধরন সাধারনতঃ অস্বাভাবিক লাগবে। বানান ভুল, বাক্যের ভুল বিন্যাস ইত্যাদি খেয়াল করুন। ভুয়া খবর সাধারনত খুব যত্ন নিয়ে লেখা হয়না।

৫। ছবির দিকে তাকানঃ ভুয়া খবরগুলোতে সাধারনতঃ ম্যানিপুলেটেড বা সম্পাদনা করা হয়েছে এমন ছবি বা ভিডিও ব্যবহার করা হয়ে থাকে। এমন মনে হয়ে থাকলে ছবিটি সার্চ করে প্রকৃত উৎস দেখে নিন। অনেক সময় হয়ত আসল ছবিটাই ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটা খবরের সাথে যথার্থ নয়। এমন ক্ষেত্রে খবরটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশী।

৬। কোথাও কোন তারিখ আছে কিনা খোঁজ করুনঃ ভুয়া খবরের সঠিক তারিখের দরকার হয়না। তাই অযথাযথ কোন তারিখ থাকার অর্থই হল এটি একটি ভুয়া খবর। আবার অনেক সময় ইচ্ছাকৃত ভাবে তারিখ পরিবর্তন করা হয়।

৭। সাক্ষ্য প্রমান চেক করুনঃ যখনি কোন সংবাদ পড়বেন সাথে সাথে লেখকের লেখার উৎস চেক করে নিশ্চিত হন যে সেটা সঠিক আছে। যথেষ্ট সাক্ষ্য প্রমানের অভাব বা অপরিচিত কারো মতামতের উপর নির্ভর করে লেখা সংবাদ ভুয়া হিসাবে প্রতীয়মান হতে পারে।

৮। অন্যান্য খবরগুলোও পড়ুনঃ যদি অন্য কোন সংবাদ মাধ্যমে একই সংবাদ প্রকাশিত না হয়ে থাকে তাহলে খুব সম্ভবত এটি একটি ভুয়া খবর।

৯। গল্প বা সংবাদটি কোন রম্য রচনা নয়তো?ঃ মাঝে মাঝে ভুয়া খবর থেকে রম্য লেখা বা কৌতুককর লেখা আলাদা করা কঠিন হয়ে পড়ে। মনে রাখতে হবে রম্য লেখা শুধুমাত্র মজা করার উদ্দেশেই লেখা হয়ে থাকে। তাই যে কোন সংবাদ সিরিয়াসলি নেওয়ার আগে চেক করে দেখুন এটি কোন রম্য সাইট হতে প্রকাশিত হয়েছে কিনা।

১০। উদ্দেশ্যমূলক ভাবে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়ঃ তাই যে কোন খবর বা গল্প পড়ে যুক্তি দিয়ে ভাবুন, আপনার কাছে যুক্তিযুক্ত মনে হলে কেবলমাত্র তখনই শেয়ার করুন।




                

No comments:

Post a Comment

Post Top Ad

DAILY BLOG