বাংলাদেশের ভূ-অভ্যন্তরে ভয়াবহ ভূমিকম্পের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এটা বলা যাবেনা যে কবে এই ভূমিকম্প আঘাত করবে ( হতে পারে আজ বা পাঁচ শত বছর পরে ) তবে এটা নিশ্চিত যে, এমন কিছু ঘটতে যাচ্ছে।নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে, বাংলাদেশের ভূ-অভ্যন্তরে দুইটি টেকটনিক প্লেটের সংযোগ স্থলে যে ফল্ট আছে সেখানে ক্রমাগত চাপ তৈরী হচ্ছে। বিপদের কথা হচ্ছে এই ফল্ট 'সাবডাকশন' ধরণের যা সবচেয়ে খারাপ ধরনের ফল্ট।
এতদিন মনে করা হতো হিমালয় এবং সাউথ-ইস্ট এশিয়া অঞ্চলে যে বিধ্বংসী ভূমিকম্পগুলো হচ্ছে তা থেকে বাংলাদেশ অনেকটাই নিরাপদ। কিন্তু এখন দেখা যাচ্ছে সাবডাকশন ফল্ট এর উপস্থিতি, বড় ধরণের ভূমিকম্পের আভাস দিচ্ছে।
Nature Geoscience পত্রিকায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, যদিও এই ফল্ট-লাইনের সংঘর্ষের কারণে ভূমিকম্পগুলো প্রধানত মিয়ানমারে আঘাত করছে, বাংলাদেশের ভূ-অভ্যন্তরে এই ফল্ট-লাইনের চাপও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।তবে বাংলাদেশে ভূমিকম্পের পর্যাপ্ত ঐতিহাসিক রেকর্ড না থাকায় ঠিক বলা যাচ্ছেনা কবে এই চাপ অবমুক্ত হয়ে ভূমিকম্প আকারে ভূ-পৃষ্ঠে আঘাত করতে পারে।

No comments:
Post a Comment