ফুটবল ফেডারেশন কাপ ২০১৭ :চট্রগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ঢাকা আবাহনী - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Wednesday, April 18, 2018

ফুটবল ফেডারেশন কাপ ২০১৭ :চট্রগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ঢাকা আবাহনী



ফেডারেশন কাপে শেষ পর্যন্ত চট্রগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ঢাকা আবাহনী।

এখন মোহামেডানের সমান দশ বার শিরোপা জেতার রেকর্ডের অংশীদার ঢাকা  আবাহনী। এই টুর্নমেন্টে সর্বোচ্চ গোলদাতা ঢাকা আবাহনীর এমেকা। মজার ব্যাপার হচ্ছে এমেকা এখনো খেলে যাচ্ছে এবং সর্বোচ্চ গোলদাতা হচ্ছে।

ফেডারেশন কাপ কি কেউ দেখে ?  মাঠে লোক সমাগম নাই বললেই চলে।কোনো টিভি চ্যানেল খেলা সরাসরি  দেখায় না জনপ্রিয়তার অভাবে। কোনো কাপ যদি জনপ্রিয়তা হারায় তাহলে তা চালু রাখা কতটা যুক্তি যুক্ত ? 

No comments:

Post a Comment

Post Top Ad

DAILY BLOG