সৌর শক্তি কি হতে যাচ্ছে আমাদের ভবিষ্যতের জ্বালানি ? অসুবিধা কোথায়?
সব রকম সুবিধাজনক দিক থাকা সত্ত্বেও আমাদের দেশে সৌর বিদ্যুতের উৎপাদন এবং ব্যবহার খুব একটি বাড়েনি। এর প্রধান কারণ সৌর বিদ্যুতের উচ্চ উৎপাদন খরচ। এখানে একটি পরস্পর বিরোধী অবস্থা বিদ্যমান। যেমন সৌর বিদ্যুৎ প্রকল্প গুলো প্রধানত জাতীয় গ্রিডের বাইরে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের টার্গেট করে বাস্তবায়ন করা হয়। এর ফলে গরিব জনগণকে গ্রিডের আওতায় থাকা অপেক্ষাকৃত ধনীদের থেকে বেশি দামের বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে যা কোনো ভাবেই টেকসই ব্যাবস্থা হতে পারেনা।
এ ছাড়া সৌর বিদ্যুতের মতো জিনিস রক্ষনা বেক্ষন ব্যাক্তিগত পর্যায়ে অসুবিধাজনক একটি বেপার। রক্ষনাবেক্ষনের অভাবে ব্যাক্তিগত পর্যায়ে পরিচালিত সৌর প্যানেল গুলো অল্প দিনেই নষ্ট হয়ে যায়।তাই বাসায় বাসায় সৌর বিদ্যুৎ প্যানেল বসানো একটা ফালতু কাজ। সৌর বিদ্যুৎ অবশ্যই গ্রিডের মাধ্যমে বিতরণ করতে হবে।
আশার কথা হলো , দিন দিন সৌর প্যানেলের দাম কমছে এর ফলে সৌর বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসছে। এখন যদি ছোট ছোট গ্রিড তৈরী করে সৌর বিদ্যুৎ গ্রাহকের কাছে সরবরাহ করা হয় তাহলে সৌর বিদ্যুৎ ভবিষ্যতের শক্তির চাহিদার একটি বড় অংশ যোগান দিতে পারবে।


No comments:
Post a Comment