প্রধানতঃ মশলা গুঁড়া করতে আপনার মিক্সার গ্রাইন্ডার বা স্পাইস গ্রাইন্ডার দরকার হবে। তবে মসলা গুঁড়া করা ছাড়াও অন্যান্য জিনিস যেমনঃ ভেজা চাল গুঁড়া, মাংস কিমা, ফল বা সবজির জুস ইত্যাদি তৈরির কাজে এটি ব্যবহার করা যায়।
বাসা-বাড়িতে ব্যবহারের জন্য ৩৫০ ওয়াটের স্বল্প শক্তির থেকে শুরু করে ১০০০ ওয়াটের পাওয়ারফুল গ্রাইন্ডার বাজারে পাওয়া যায়।জারের সংখ্যা ২ টি থেকে ৫ টি পর্যন্ত হতে পারে।
ডিজাইনের দিক দিয়ে প্রধানত তিন ধরণের গ্রাইন্ডার দেখা যায়। তবে বিভিন্ন ব্রান্ডের অসংখ্য স্টাইলের গ্রাইন্ডার পাওয়া যায়। অধিকাংশ গ্রাইন্ডারের বডি প্লাস্টিকের তৈরী তবে কিছু মেটাল বডিও পাওয়া যায়।
নীচে দেখুন বিভিন্ন ধরণের এবং স্টাইলের গ্রাইন্ডার :
১. এই ধরণের গ্রাইন্ডার গুলোর বডি এবং জার্ একই সরল রেখা বরাবর থাকে।বডিতে নানা রকম স্টাইলিংয়ের মাধ্যমে এবং রং ব্যবহার করে ভেরিয়েশন আনা হয়।এদের মধ্যে কয়েকটি ভেরিয়েশন অত্যন্ত চমৎকার এবং সহজেই আপনার দৃষ্টি কাড়বে। এমন কিছু গ্রাইন্ডার দেখুন :
![]() |
| BOSS |
![]() |
| BUTTERFLY |
![]() |
| CELLO |
![]() |
| MR. BUTLER |
![]() |
| PHILIPS |
![]() |
| PHILIPS |
![]() |
| PREETHI |
![]() |
| PREETHI |
![]() |
| PRESTIGE |
![]() |
| USHA |
২. এই ধরণের গ্রাইন্ডার গুলোতে বডি এবং জার আড়াআড়ি ভাবে স্থাপন করা হয়েছে।এ ক্ষেত্রেও একই ভাবে স্টাইলিং এবং রঙের ব্যবহার করে ভেরিয়েশন আনা হয়েছে।যদিও চোখে পড়ার মতো খুব বেশি স্টাইল নাই।এমন কিছু গ্রাইন্ডার :
![]() |
| HAVELLS |
![]() |
| JAIPAN |
![]() |
| PANASONIC |
| PHILIPS |
![]() |
| PRESTIGE |
৩. উপরের দুই ধরণের ডিজাইন এক সাথে ব্যবহার করে আরো এক ধরণের গ্রাইন্ডার ডিজাইন করা হয়েছে।এগুলো বেশ স্টাইলিস্ট।যেমন:
![]() |
| BOSS |
![]() |
| BUTTERFLY |
![]() |
| CELLO |
![]() |
| HAVELLS |
![]() |
| JOYTI |
৪. মেটাল বডি গ্রাইন্ডার। অত্যন্ত আকর্ষণীয়।
![]() |
| ফিলিপস |
![]() |
| ফিলিপস |






















No comments:
Post a Comment