সংসদে পেশ করা হলো ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা।চারিদিকে চলছে বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনা। চলুন দেখি এই প্রস্তাবিত বাজেট নিয়ে কে কি বললেন :
"এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু শুষে নেয়ার সর্বশেষ চেষ্টা"____ বেগম খালেদা জিয়া
"দুর্নীতি-বান্ধব বাজেট ২০১৭-১৮: মধ্যম ও ক্ষুদ্র আয়ের মানুষের ওপর করের বোঝা"______ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
"আত্মতুষ্টির এই দলিল জনগণকে কতটা তুষ্ট করবে?"____প্রথম আলো সম্পাদকীয়
"প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরের চারটি সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার ঘাটতি রয়েছে। যেমন প্রকৃত মজুরি হ্রাসের ফলে সৃষ্ট ক্রয়ক্ষমতার ওপর চাপ, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, প্রকৃত খাতসমূহের প্রবৃদ্ধির মন্থরগতি এবং সামাজিক খাতে ব্যয় হ্রাসের সংকট।"_____গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ
"আবগারি শুল্কের হার বাড়ানো হলে মানুষ ব্যাংকবিমুখ হয়ে পড়বে"_______ড. দেবপ্রিয় ভট্টাচার্য
"নির্বাচনের বছরে ভোটের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী শেষ পর্যন্ত এক ভ্যাটের বাজেট উপহার দিলেন জাতিকে। যত উপায় আছে সব পন্থায় মানুষের পকেট থেকে টাকা বের করে নেয়ার এক বিরাট দলিল এবারের বাজেট।"____সৈয়দ ইশতিয়াক রেজা ,বার্তা পরিচালক, একাত্তর টিভি
"প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল।"___ ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. আব্দুল বায়েস।
"এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলেতে পারি এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কেবলমাত্র অলীক স্বপ্ন-কল্পনাই এই প্রস্তাবিত বাজেটের ভিত্তি।" ___বি এন পি
"উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের।’ উন্নয়নের মহাসড়কে আমরা উঠতে চাই বা উঠে আছি, সেটা বড় কথা নয়; বড় কথা সেই মহাসড়ক কতটা নিরাপদ ও জনকল্যাণকর।" ____আবদুল বায়েস,অর্থনীতিবিদ; অধ্যাপক ও সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
"বেস্ট বাজেট " ___অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
তথ্য সুত্রঃ Curious Economist

