সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিংয়ে সাফল্য লাভের ৭ টি উপায় - Daily Blog Bangladesh

আমাদের প্রত্যাহিক জীবনে যা কিছু আছে তা নিয়েই এই ব্লগ নেট।আমাদের সাইটে আপনাকে স্বাগতম ।

Home Top Ad

DAILY BLOG BANGLA

Post Top Ad

DAILY BLOG BANGLA

Tuesday, June 13, 2017

সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিংয়ে সাফল্য লাভের ৭ টি উপায়

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম কনটেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে বড় মাধ্যম। তবে এই মাধ্যমে সাফল্য পেতে চাইলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। 

১. আপনাকে অন্যের কথা শুনতে হবে। আপনার টার্গেট অডিয়েন্সের কথা শুনুন তাদের সাথে আলোচনায় যোগ দিন। শুধুমাত্র তাহলেই আপনি বুঝতে পারবেন তারা কি চায়। সে অনুযায়ী আপনার কনটেন্ট তৈরী করুন।  টার্গেট অডিয়েন্সের সংখ্যা নয় মানের দিকে নজর দিন।

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিয়েন্স তৈরী করা এক দিনের বিষয় নয়। আপনাকে ধোর্য নিয়ে কাজ করতে হবে। 
৩. অনলাইন জগতে প্রভাবশালী লোক বা প্রতিষ্ঠানের খোঁজ করুন।এদেরকে প্রথমে আপনার প্রোডাক্ট বা কনটেন্ট সম্পর্কে জানান। এরা আপনাকে নতুন অডিয়েন্স পেতে সাহায্য করবে।

৪. আপনার প্রোডাক্ট যখন প্রমোট করবেন তখন লক্ষ্য রাখবেন এটা যেন আলোচনায় ভ্যালু এড করে। অন্যথায় মানুষ আপনার কথায় বিরক্ত হবে এবং আপনার কথা আর না ও শুনতে পারে।

৫. কাউকে এড়িয়ে যাবেন না বরং সম্পর্ক তৈরী করুন।সোশ্যাল মার্কেটিংয়ে সম্পর্ক স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

৬. ধারাবাহিক হউন। আপনার কাজে অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে। অডিয়েন্সের সাথে সবসময় যোগাযোগ রাখুন। ধুম করে হাওয়া হয়ে যাওয়া যাবে না।

৭. শুধুমাত্র নিজের কনটেন্ট নিয়ে ব্যাস্ত থাকা যাবে না।  অন্যদের কনটেন্ট পড়ুন , আলোচনায় যোগ দিন , শেয়ার করুন।    


Post Top Ad

DAILY BLOG